- বর্তমানে রংধনু ফাউন্ডেশনে শুধু মাত্র দরিদ্র শিক্ষার্থীদের স্কলারশীপ ছাড়া, আমাদের কোনো প্রকার কার্যক্রম চলমান নেই।
- আমাদের কার্যক্রম শুধুমাত্র চট্টগ্রাম ভিত্তিক। দেশের আর কোথাও আমাদের শাখা নেই।
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে, খুলনায় আমাদের নাম ব্যবহার করে এবং আমাদের ওয়েবসাইট দেখিয়ে কিছু অসাধু ব্যক্তি অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছে। তারা মাইক্রো ক্রেডিট ভিত্তিক প্রজেক্টের কথা বলে মানুষ থেকে অর্থ নিচ্ছে। এর পাশাপাশি তরুণ যুবকদের চাকরি দিবে বলে তাদের থেকে টাকা নিচ্ছে।
তাদের কেউ কেউ সন্দেহের বসে আমাদের সাথে যোগাযোগ করে, এরপর আমরা বিষয়টা জানতে পারি।
আমরা স্পষ্ট করে আপনাদের জানাতে চাই, খুলনায় আমাদের কোন শাখা নেই এবং এরকম কোন প্রজেক্টও নাই। যারা এসব কথা বলছে এবং প্রচার করছে এদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
যারা এদের দ্বারা প্রভাবিত হচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ, আপনারা সতর্ক হোন। অন্যদেরকে এ বিষয়ে সতর্ক করুন। এদের ফাঁদে পা দিবেন না।
ইতিমধ্যে আমরা হালিশহর থানা,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং ০৩/১০/২০১৮ তারিখে একটি জিডি করা হয়েছে। জিডি নংঃ ১০৮।
সবার প্রয়োজনে কনফিউশন আমাদের সোস্যাল লিংক গুলো নিচে দেয়া হলোঃ
ফেসবুক পেইজ: https://www.facebook.com/rongdhonu.group/
গ্রুপ লিংক: bit.ly/eidgroup
ইনস্টাগ্রাম লিংক: bit.ly/ronginsta
ওয়েবসাইট: rongdhonufoundation.org
*ডকুমেন্টারি:
https://youtu.be/AGWvexXecn0
https://youtu.be/bH816LRQuz4